নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সালমান-আনিসুল-পলকসহ ৮ জনকে

4 hours ago 4

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় সাবেক কয়েকজন মন্ত্রীসহ আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য মো. সাদেক খান।  

সোমবার (২৩ ডিসেম্বর) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

তবে আসামিদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মোহাম্মদপুর থানার শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক এমপি মো. সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও মোহাম্মদপুর থানার আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জিয়াউল আহসানকে।   

জুনাইদ আহমেদ পলককে নিউমার্কেট থানার মুহাম্মদ শামীম হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।  

এমএএস/কেএসআর

Read Entire Article