নতুন ১৮ ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ১০০ কোটি টাকা বরাদ্দ

3 months ago 18

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ড্রেনেজ ও রাস্তার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার (৭ মে) রাজধানীর দক্ষিণখানে নবনির্মিত সড়ক উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এ তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, নতুন ১৮টি ওয়ার্ডে প্রাথমিক পর্যায়ে রাস্তাগুলোকে ৩০ ফিট করে করা হয়েছে। পরবর্তীতে এই মূল সড়কগুলো ৭০ থেকে ১০০ ফুট সড়কে রূপান্তর করা হবে। এছাড়া নতুন ১৮ ওয়ার্ডের সঙ্গে এয়ারপোর্ট রোডের সংযোগ স্থানগুলোর তিনটি রেলক্রসিংয়ে আগামী অর্থবছরে তিনটি ফ্লাইওভার করার কাজ শুরু করা হবে।

নতুন ১৮ ওয়ার্ডের জনদুর্ভোগ কমাতে ১০০ কোটি টাকা বরাদ্দ

এরই মধ্যে নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়নকাজের প্রথম ফেইজে ২৫ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং এই রাস্তাগুলোর ড্রেনেজ নেটওয়ার্কের কাজ শেষ করা হয়েছে।

এসময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, রাজধানীর যানচলাচলে শৃঙ্খলা ফিরতে আগামী মাসের মধ্যে বুয়েটের ডিজাইন করা অটোরিকশা প্রস্তুত করা হচ্ছে। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণপূর্বক বৈধ লাইসেন্স দিয়ে ঢাকা শহরে নির্দিষ্ট সংখ্যক অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। ভাড়া ক্ষেত্রে নির্ধারিত চার্ট থাকবে ও নির্ধারিত পার্কিংয়ের স্থান থাকবে।

এমএমএ/এমআইএইচএস/এএসএম

Read Entire Article