নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

1 day ago 8

দিনাজপুরের পার্বতীপুরে নদী থেকে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, রোববার সকালে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া ও সর্দারপাড়ার মাঝামাঝি সাকোয়া নদীতে ডুবন্ত অর্ধগলিত ব্যক্তির লাশ ভাসতে দেখতে পায় গ্রামবাসী। পুলিশে খবর দিলে নদী থেকে পরিচয় বিহীন এক ব্যক্তির লাশ করে। তার পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের গেঞ্জি। তার বয়স আনুমানিক ৩০-৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।  

পুলিশের উপপরিদর্শক (এসআই) দীনেশ চন্দ্র রায় জানান, সাকোয়া নদীর স্লুইস গেটের পানিতে ডুবন্ত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। 

পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়।

Read Entire Article