সাজেক যাওয়ার পথে জিপ খাদে, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আহত
খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী একটি জিপ গাড়ি পাহাড়ি খাদে পড়েছে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৫ জন আহত হন। তারা সবাই নোবিপ্রবির শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, সাজেক ভ্যালি থেকে তিন কিমি আগে কামালের মোড় নামক স্থানে সাজেকগামী পর্যটকবাহী জিপ গাড়িটি পাহাড়ি পথ বেয়ে উপরে উঠার সময় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার শিকার সব পর্যটক নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে নোয়াখালী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নুরুল আমিন।
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, সাজেকে যাওয়ার পথে একটি পর্যটকবাহী জিপ গাড়ি খাদে পড়ে ৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কেউ গুরুতর আহত নেই বলে জানতে পেরেছি। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।