নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

5 hours ago 2

লালমনিরহাটের হাতীবান্ধায় নদী থেকে অটোচালক আরিফুল ইসলাম ওরফে পিচতুল (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে আটোটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি ছোট সতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফুল ইসলাম ওরফে পিচতুল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মৃত মারুফ হোসেনের ছেলে। সে পেশায় একজন আটোচালক। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (১৮ আগস্ট) বিকেলে অটো চালানোর উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় আরিফুল ইসলাম। এরপর থেকে নিখোঁজ হন তিনি। বুধবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকার জামবাড়ি ছোট সতী নদী একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি লালমনিরহাটে পাঠানো হবে।


 

Read Entire Article