নদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

2 months ago 8

গাজীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে।

জয়দেবপুর থানাধীন মনিপুর হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম হৃদয় (১৩) পাবনার রফিকুল ইসলামের ছেলে।

সে মনিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তারা সপরিবারে মনিপুর এলাকায় বাসা ভাড়ায় থাকে।

টুঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার ইদ্রিস আলী জানান, দুপুরে মনিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখা নদীতে ১৩-১৪ জন বন্ধুর সঙ্গে সাঁতার কাটতে যায় রিয়াজুল ইসলাম হৃদয়। এ সময় সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়।

একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরি দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস

Read Entire Article