নবিজি (সা.) জন্মগ্রহণ করেন আমুল ফীল বা হাতির বছর রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার। আরবে ওই বছরটি পরিচিত ছিল হাতির বছর নামে, কারণ ওই বছর ইয়েমেনের রাজা আবরাহা আল-আশরাম তার বিশাল হাতির বহর ও সেনাবাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে আসেন এবং আল্লাহ তাআলা পাখির ঝাঁক পাঠিয়ে তাদের ধ্বংস করে দেন।
হাতির বাহিনীর কাবা আক্রমণের এই ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, তুমি কি দেখোনি, তোমার রব হাতিওয়ালাদের সঙ্গে কী করেছিলেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের বিরুদ্ধে পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের ওপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর, ফলে তিনি তাদের করলেন ভক্ষিত তৃণ-ভুষির মত। (সুরা ফীল: ১–৫)
আবরাহার বাহিনীর সাথে থাকা হাতির বড় বহরের কারণে আরবদের মুখে মুখে ওই বাহিনীর নাম হয়ে গিয়েছিল হাতির বাহিনী। আরবরা বরাবরই বড় বড় ঐতিহাসিক ঘটনা দিয়ে সাল-তারিখ নির্ধারণ করত। হাতির বাহিনীর আক্রমণের বছরটিকে তারা বলত হাতির বছর। হাতির বছরের আরেকটি বড় ঐতিহাসিক ঘটনা ছিল নবিজির (সা.) জন্মগ্রহণ যিনি পরবর্তীতে আরবসহ পুরো পৃথিবীকেই বদলে দিয়েছিলেন।
খ্রিষ্টীয় ক্যালেন্ডার অনুযায়ী হাতির বাহিনীর ঘটনা ঘটেছিল ৫৭০ বা ৫৭১ খৃষ্টাব্দে। এ হিসেবে বলা যায় নবিজির (সা.) জন্ম হয়েছিলো ৫৭০ বা ৫৭১ খৃষ্টাব্দে। এর মধ্যে ৫৭১ খৃষ্টাব্দ নবিজির (সা.) জন্মসাল হওয়ার তথ্যটি বেশি প্রসিদ্ধ ও শক্তিশালী।
নবিজি (সা.) সোমবার জন্মগ্রহণ করেছিলেন এটি নবিজি (সা.) থেকেই নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত রয়েছে। আবু কাতাদা আনসারি (রা.) বলেন, রাসুলকে (সা.) প্রতি সোমবার রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনে আমাকে নবুওয়্যত প্রদান করা হয়েছে অথবা এ দিনে আমার উপর ওহি অবতীর্ণ হয়েছে। (সহিহ মুসলিম: ১১৬২)
নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জন্ম হাতির বছরে হয়েছিল এ ব্যাপারেও ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য নেই। ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেন, এটা নিশ্চিত যে রাসুল (সা.) হাতির বাহিনীর মক্কা অভিযানের বছর জন্মগ্রহণ করেন। (যাদুল মাআদ: ১/৭৬)
নবিজির (সা.) জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছিল এ ব্যাপারেও ঐতিহাসিকদের তেমন দ্বিমত নেই। কেউ কেউ তার জন্মমাস রমজান বা সফর উল্লেখ করলেও ওই মতগুলো উল্লেখযোগ্য বা শক্তিশালী নয়।
তবে রবিউল আউয়াল মাসের কত তারিখে নবিজির (সা.) জন্ম হয়েছিল এ ব্যাপারে বেশ কয়েকটি মত পাওয়া যায়। এর মধ্যে বেশিরভাগ ৮, ৯, ১০ বা ১২ তারিখের কথা বলেছেন। কেউ কেউ ২ তারিখও বলেছেন। যদিও নবিজির (রা.) জন্মতারিখ ১২ রবিউল আওয়াল হওয়ার মতটিই অধিকাংশ আলেমদের কাছে বেশি প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য।
ইবনে কাসির (রহ.) বলেন, অনেকের মতেই নবিজির জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের ১২ তারিখে। নবিজির (সা.) প্রথম জীবনীকার ইবনে ইসহাক এ মতটি উল্লেখ করেছেন। ইবনে আবু শাইবা তার ‘মুসান্নাফ’ গ্রন্থে এ মতটি দুইজন সাহাবি জাবের (রা.) ও ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন। তারা বলেছেন, রাসুল (সা.) হাতির বাহিনীর মক্কা আক্রমণের বছর, ১২ই রবিউল আউয়াল, সোমবারে জন্মগ্রহণ করেন। এ দিনেই তাকে নবুওয়াত প্রদান করা হয়, এ দিনেই তার মিরাজ হয়েছিল, এ দিনেই তিনি মদিনায় হিজরত করেন এবং এ দিনেই তিনি ইন্তেকাল করেন। অধিকাংশ আলেমদের কাছে এ মতটিই বেশী প্রসিদ্ধ। (আস-সিরাতুন নববিয়্যাহ: ১/১৯৯)
কিন্তু কিছু মুসলিম জ্যোতির্বিদ গবেষণা করে বের করেছেন যে হাতির বাহিনীর মক্কা আক্রমণের বছর রবিউল আউয়াল মাসের ৯ তারিখ সোমবার ছিল। তাই তারা বলেন নবিজির জন্ম হয়েছিলো ৯ রবিউল আউয়াল মোতাবেক ৫৭১ খৃষ্টাব্দের ২০ এপ্রিল। সমকালীন প্রসিদ্ধ সিরাতগ্রন্থ ‘আর-রাহিকুল মাখতুম’-এর লেখক শফিউর রহমান মোবারকপুরিসহ সাম্প্রতিক অনেক সিরাতলেখক এ মতটিকে প্রাধান্য দিয়েছেন।
ওএফএফ/জেআইএম