নভেম্বরে রপ্তানি আয় ৪১১ কোটি ৯৭ লাখ ডলার

1 month ago 14
গত নভেম্বরে রপ্তানি আয় হয়েছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার। যা বছর ব্যবধানে বেড়েছে ১৫ দশমিক ৬৩ শতাংশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস অর্থাৎ জুলাই থেকে নভেম্বরে মোট রপ্তানি হয়েছে এক হাজার ৯৯০ কোটি ৬০ লাখ ডলারের পণ্য। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে পৌনে ১২ শতাংশ। নভেম্বরে শুধু তৈরি পোশাক খাতে রপ্তানি আয় এসেছে ৩৩০ কোটি ৬২ লাখ ডলার। বছর ব্যবধানে পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৫ শতাংশ। এই সময়ে কৃষি খাতের রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদনমুখী শিল্পের রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ। হোমটেক্সটাইলে বেড়েছে প্রায় ২১ শতাংশ। কিছুটা কমেছে চামড়া ও চামড়াজাত পণ্যের পরিমাণ। ইপিবি আওর জানায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে ১ হাজার ৪৩৪ কোটি ৬৫ লাখ ডলারের পণ্য। বেড়েছে প্রায় সাড়ে ১২ শতাংশ।
Read Entire Article