ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সাড়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় ব্যাটারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে বিজয়নগর উপজেলার কালিশিমা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ভারতীয় এসএইচ পাওয়ার ব্যাটারি জব্দ করে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫২ লাখ টাকা।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেঢটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ কালবেলাকে বলেন, সীমান্ত দিয়ে ভারত থেকে যে কোনো প্রকার চোরাচালানের মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন বদ্ধপরিকর। অবৈধ চোরাচালানি মালামাল আটক করতে সরাইল ব্যাটালিয়ন সব সময় অভিযান চলমান রাখবে। ব্যাটারি আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।