নভোএয়ারের এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মফিজুর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতে ওই প্রতিষ্ঠানের সাবেক জুনিয়র এক্সিকিউটিভ তাসনিম ফারহানাজ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় চাকরি থেকে বেআইনিভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলায় অন্য আসামিরা হলেন নভোএয়ারের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিক্রয় ও বিপণন শাখার মেসবাউল ইসলাম ও এইচআর বিভাগের জুনিয়র এক্সিকিউটিভ মশিউর রহমান শুভ।
বাদীপক্ষের আইনজীবী সোমাইয়াদ শাহেরিয়া ফিদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের প্রতি নোটিশ জারি করেন।
এদিকে মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটিতে ‘জুনিয়র এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং’ পদে চাকরি করছিলেন তাসনিম ফারহানাজ। পরবর্তীতে স্থায়ীকরণ ও পদোন্নতি পান।
২০২১ সালের ২৯ অক্টোবর তাকে সম্মানসূচকভাবে পদোন্নতি দেওয়া হয়। তবে ২০২৫ সালের ১১ মার্চ তাকে কোনো প্রকার লিখিত নোটিশ ছাড়াই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়, যা বেআইনী এবং অন্যায়। এ ঘটনায় বাদী ৩০ এপ্রিল নভোএয়ার কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। জবাবে নভোএয়ার কর্তৃপক্ষ তাকে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৫৫ হাজার ৫৩৬ টাকা পরিশোধের প্রস্তাব দেয়।
কিন্তু বাদীর দাবি, এই অর্থ যথেষ্ট নয় এবং তাকে বেআইনিভাবে চাকরি থেকে বাদ দেওয়ার ফলে তার কর্মজীবনের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। তিনি পুনরায় চাকরিতে বহালের দাবিতে ডাকযোগে চিঠি দিলেও কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। মামলায় তিনি তার চাকরিতে পুনর্বহালসহ সব বকেয়া বেতন ও সুবিধা দাবি করেছেন।