নরসিংদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

2 weeks ago 9

নরসিংদীর মনোহরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চালাকচর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ. মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন ও আকাশ।

আহতদের মধ্যে ছাত্রদল নেতা ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন তার নেতাকর্মীদের নিয়ে উপজেলার চালাকচর বাজারে গণসংযোগ করছিলেন। এসময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতাকর্মীরা তাকে বাধা দেন। এতে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষ চলাকালে জয়নুল আবেদীনের গাড়িসহ তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

ঘটনার বিষয়ে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, চালাকচর বাজারে আমরা শান্তিপূর্ণ গণসংযোগে গেলে কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাঙচুর করা হয় এবং পাঁচ নেতাকর্মী আহত হন।

জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তাকে কেউ জানায়নি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, সংঘর্ষের বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

সঞ্জিত সাহা/জেডএইচ/এমএস

Read Entire Article