নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে বিতর্ক প্রতিযোগিতা

2 months ago 30

নরসিংদীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বশিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশনের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব ও দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। 

আলোচনা শেষে অতিথিরা বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল এবং রানার আপ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয় দলসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Read Entire Article