ঈদ উৎসব ঘিরে বরাবরই টিভি চ্যানেলগুলো তারকামুখর আয়োজন করে থাকে। তবে এবার যেমনটা ঘটছে নাগরিক পর্দায়, সেটি একেবারে ব্যতিক্রম। কারণ, এই ঈদে চ্যানেলটি প্রচার করবে মোট ১৪ জন তারকার বিশেষ ইন্টারভিউ। তাও আবার, সবাই নারী তারকা! এমনকি দুই উপস্থাপকও থাকছেন নারী!
এমন ঘটনা, এর আগে আর কোনও দেশীয় চ্যানেলে ঘটেনি বলেই জানা গেছে।
চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু জানান, ১৪ জন তারকাকে দুটি... বিস্তারিত