নাজমুল আহসান কলিমউল্লাহকে নাগরিক সংবর্ধনা

2 hours ago 3
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহকে নাগরিক সংবর্ধনা দিয়েছে পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটি। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি বলেন, লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশের কৃতী অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রকৃত অর্থে একজন সৎ, দক্ষ এবং প্রতিভাবান শিক্ষক। তার নীতি-নৈতিকতা ও আচার-আচরণ অনুকরণীয়। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ড. কলিমউল্লাহ একজন বহুমুখী প্রতিভার অধিকারী। কবি মুজতবা আহমেদ মুরশেদ তাকে ‘সচেতন ও দূরদর্শী রাজনীতি বিশ্লেষক’ হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক ট্রেজারার এয়ার কমোডর (অব.) ড. আব্দুস সামাদ আজাদ বলেন, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতা—সবক্ষেত্রেই তার সমান পদচারণা অনুসরণীয়। পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি তারেক আদেল বলেন, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মতো বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তিনি শুধু রাজনীতির বিশ্লেষক নন, তিনি রাজনীতির ভাগ্যাকাশের সঠিক গণনাকারী। অনুষ্ঠানে অন্যান্য বক্তার মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাউল ইসলাম, প্রফেসর ফরহাদ হোসেন, বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক রোমান আকন্দ, ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, কবি রুখসানা বিলকিস, নয়াকাল সম্পাদক ফখরুল ইসলাম, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ, অধ্যাপক ড. তানভীর ফিত্তীন আবির, লুৎফর রহমান পলাশ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা এবং শহীদ আবু সাঈদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন আক্তার, শহীদ আবু সায়ীদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাজ, সাবেক যুগ্ম সচিব এবং শিক্ষক মুখলেছুর রহমান খানসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষাংশে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারহান উদ্দিন একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিবজার সহসভাপতি এবং ব্রডকাস্ট জার্নালিজম স্টাডিজ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. দিপু সিদ্দিকী।
Read Entire Article