নাটোরে ২ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

3 months ago 58
নাটোরে বাগাতিপাড়ায় চেকপোস্ট বসিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা গেলেও অজ্ঞাত দুই ব্যক্তি পালিয়ে যান। শুক্রবার (০৯ মে) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার পকেটখালি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পকেটখালি পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশের একটি দল একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়। তবে মোটরসাইকেলে থাকা দুই আরোহী উপেক্ষা করে। দ্রুত সামনে এগিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ দুই আরোহী পড়ে যায়। পরে তারা মোটরসাইকেল না তুলে তড়িঘড়ি করে পালানোর চেষ্টা করেন। পালানোর সময় এক ব্যক্তির শরীর থেকে কাপড়ে মোড়ানো একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি মাটিতে পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাইন্ড গুলিসহ একটি পিস্তল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার তদন্ত ওসি রেজাউল হাসান জানান, পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  
Read Entire Article