নাটোরের সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের নামে দুদকের মামলা

2 days ago 9

২ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৬৪৫ টাকা অবৈধ সম্পদ অর্জন ও ৮টি ব্যাংক হিসাবে ২৯ কোটি টাকা লেনদেনের অভিযোগে নাটোর ১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাশাপাশি আসামির স্ত্রীর সায়েরা বানু সম্পদ বিবরণী তলব করেছে দুদক। বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, আসামি নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৮টি ব্যাংক হিসাবে মোট ১৪ কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ২৭৪ টাকা জমা ও মোট ১৪ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৭১৩ টাকা অর্থাৎ মোট ২৯ কোটি ১৪ লাখ ৬ হাজার ৯৮৭ টাকা সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুসের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে আসামির স্ত্রী সায়েরা বানুর বিরুদ্ধে ৩৪ লাখ ৮ হাজার ৭১৫/-টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে নিজ স্ত্রীকে সহায়তা করেছেন বলে এজাহারে জানানো হয়।

এর বাইরে আসামির স্ত্রীর নামে আরও অবৈধভাবে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ থাকার সম্ভাবনা থাকায় তার প্রতি দুদক আইন অনুযায়ী নোটিশ জারির অনুমোদন করেছে দুদক।

এসএম/এমআইএইচএস

Read Entire Article