স্প্যানিশ শহর মালাগারে মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে শুরু হবে ডেভিস কাপের ১১২তম আসর। এই টুর্নামেন্ট দিয়েই বিদায় নিবেন টেনিসের মহাতারকা রাফায়েল নাদাল। তাকে বিদায় জানাতে ইতোমধ্যে ‘বিশেষ’ পরিকল্পনাও করেছে টুর্নামেন্টটির আয়োজক কর্তৃপক্ষ। এবার তার সতীর্থও কার্লোস আলকারাজও জানালো যে নাদালের বিদায়টা শিরোপার সঙ্গেই দিতে চান তিনি।
সবশেষ প্যারিস অলিম্পিক প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন ২২ বারের... বিস্তারিত