নানা কর্মসূচিতে ভালুকা মুক্ত দিবস পালিত

ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। সোমবার (৮ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা, ভালুকা উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে ভালুকা মুক্ত দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজি

নানা কর্মসূচিতে ভালুকা মুক্ত দিবস পালিত

ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ভালুকা-গফরগাঁও সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে শেষ হয়। এরপর বীর মুক্তিযোদ্ধা, ভালুকা উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শহীদ মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে ভালুকা মুক্ত দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow