নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থীকে দল থেকে বহিষ্কারের দাবি
নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন অনুসারীরা এ মিছিল করে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। এসময় বিক্ষুব্ধ নেতারা বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিরূপ আচরণ করেছেন। পরে মান্নানের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। তারা আরও বলেন, মান্নানের এই বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্নসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই তাদের দাবি, দলের জন্য ক্ষতিকারক এই ব্যক্তির প্রার্থিতা বাতিল করে মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতাদের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে
নারায়ণগঞ্জ- ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন অনুসারীরা এ মিছিল করে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
এসময় বিক্ষুব্ধ নেতারা বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে বিরূপ আচরণ করেছেন। পরে মান্নানের সেই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়।
তারা আরও বলেন, মান্নানের এই বিতর্কিত মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্নসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই তাদের দাবি, দলের জন্য ক্ষতিকারক এই ব্যক্তির প্রার্থিতা বাতিল করে মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতাদের মধ্য থেকে সুশিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে যেন মনোনয়ন দেওয়া হয় এবং দলের ভাবমূর্তি রক্ষায় আজহারুল ইসলাম মান্নানের প্রার্থিতা বাতিলসহ তাকে দল থেকে বহিষ্কার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলাদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে নেতাকর্মীরা মান্নানের প্রার্থিতা বাতিলের দাবিতে স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করেন।
মো. আকাশ/এনএইচআর/এএসএম
What's Your Reaction?