নারায়ণগঞ্জে গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

2 months ago 6

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিসহ এক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম নয়ন মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

রোববার (২৯ জুন) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার সুপারি বাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন দড়িকান্দি এলাকার মৃত মুগবুল হোসেনের ছেলে সেলিম নয়ন ও জেলার আড়াইহাজার উপজেলার দড়িসতমান্দি এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে সাব্বির। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার সুপারি বাগান এলাকায় টহলরত পুলিশ দুই যুবককে মোটরসাইকেলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। পরে তাদের তল্লাশি করে। এ সময় তাদের একজনের পকেটে একটি গুলি পায়। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Read Entire Article