নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

9 hours ago 8

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা পোশাককর্মী। চাকরির সুবাদে তারা বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করছিল। এসময় তাকে একা পেয়ে খাবারের লোভ দেখিয়ে কৌশলে এক রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এসময় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা বিষয়টি টের পেয়ে যাওয়ায় বাচ্চাটি রক্ষা পায়। রাতে বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, বাচ্চাটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্ত মনসুর আলী। শিশুটির পরিবারের কাছে তিনি দাবি করেন, ‘তাকে দিয়ে শয়তান এ কাজ করিয়েছে। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে।’ পরবর্তীতে শিশুটির পরিবার এ ঘটনা বাড়ির মালিকসহ স্থানীয় বাসিন্দাদের জানালে তারা গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

মো. আকাশ/জেডএইচ/এমএস

Read Entire Article