নারায়ণগঞ্জে ১৭ লাখ টাকার গার্মেন্টস পণ্য ছিনতাই    

2 hours ago 5

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাক থেকে পোশাক কারখানার ১৭ লাখ টাকার গার্মেন্টস সামগ্রী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১০ মার্চ) সকালে এ ঘটনায় হোক ইক বাংলাদেশ কারখানার সিনিয়র অফিসার (কমার্শিয়াল) জহুরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। 

এর আগে রোববার রাত ১০টার দিকে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 

জহুরুল ইসলাম জানান, রোববার রাত ১০টার দিকে ঢাকার সাভার থেকে হোপ ইক বাংলাদেশ লি. ফ্যাক্টরি থেকে ভাড়াকরা ট্রাক নিয়ে চট্টগ্রাম বন্দরে ডেলিভারির উদ্দেশে রওনা হয়। এ সময় চালক আবু সাইদ (২২) ট্রাক নিয়ে ভুলতা ফ্লাইওভার পুলিশ ফাঁড়ির কাছাকাছি পৌঁছলে ১টি মোটরসাইকেলে ৩ ছিনতাইকারী রাস্তায় বেরিকেড দিয়ে তাকে নামতে বলে। 

নামতে রাজি না হলে ছিনতাইকারিরা লোহার রড ও চাপাতি দিয়ে গ্লাস ভেঙে আবু সাইদকে এলোপাতাড়িভাবে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে। পরে ছিনতাইকারীরা ট্রাক চালিয়ে অন্য স্থানে নিয়ে গিয়ে ১৭ লাখ টাকার গার্মেন্টস সামগ্রী ও মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আশপাশের লোকজন আবু সাইদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article