‘নারায়ে তাকবির’ স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান

2 months ago 8
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিন দাবিতে মহাসমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। আর দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়। এ সময় ‘নারায়ে তাকবির’ স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। এদিকে বিকেল ৩টার পর থেকেই কয়েক দফায় থেমে থেমে বৃষ্টি ঝরেছে রাজধানীতে। তবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এর আগে, এদিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন। ইসলামী আন্দোলনের দাবিগুলো হলো- সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোটে) পদ্ধতিতে নির্বাচন। প্রসঙ্গত, এদিন দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়। অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।
Read Entire Article