মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়োমাস স্টেডিয়ামে প্রথমবার আয়োজিত নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৪২ রানের ব্যবধানে ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলে ভারত।
ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের যুব টাইগ্রেসরা। বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ফারজানা ইয়াসমিন। তার ৪ উইকেট শিকারের মাধ্যমে ভারতের রানের গতি শ্লথ হয়ে পড়ে। তবে গোঙ্গাদি তৃষার ফিফটি এবং টেলএন্ডারদের ছোট কিন্তু কার্যকর ইনিংসের সুবাদে ভারত ১১৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।
১১৮ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ইনিংস একদমই জমে ওঠেনি। দলের ব্যাটারদের মধ্যে মাত্র দু’জন দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন। সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস, আর ফাহমিদা ছোঁয়া করেন ১৮ রান। এছাড়া দুটি রানআউট এবং একটি হিট উইকেটের কারণে দলের ব্যাটিং ধস নামে। মাত্র ১৮.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন আয়ুশি শুক্লা। তিনি ৩টি উইকেট শিকার করেন। পারুনিকা সিসোদিয়া নেন ২টি এবং জোশিথা নেন ১টি উইকেট।
এর আগে ভারতের হয়ে ওপেনার তৃষা খেলেন ৪৭ বলে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষদিকে মিথিলা ভিনোদ যোগ করেন ১৭ রান। বাংলাদেশের পক্ষে ফারজানা ইয়াসমিন ৪ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন।
এশিয়া কাপে শিরোপা জিততে না পারলেও ফাইনালে উঠে রানারআপ হওয়া নারী ক্রিকেটারদের জন্য একটি বড় সাফল্য। ভবিষ্যতে এই দল আরও ভালো করার আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে।