নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

4 hours ago 3

শরীয়তপুরের ডামুড্যায় সারা দেশে ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসের প্রতিবাদ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালে ডামুড্যা উপজেলা প্রশাসনের কার্যালয়ের ফটকে শহীদ মিনারের সামনে নারী সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ডামুড্যায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের শিকার শিশু লামিয়া ও কাজলের পরিবারের আত্মীয়স্বজনসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ছিল নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, আমরা বার বার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি, আন্দোলন করছি। ফলশ্রুতিতে কিছুই হচ্ছে না, বেশিরভাগ দোষী আইনের বাইরে। আমাদের মা-বোনেরা ঘরে বাইরে, রাস্তা-ঘাটে কোথাও নিরাপদে নেই। সৌদি আরবে যেভাবে ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হতো সেভাবে আমাদের দেশেও যদি ধর্ষককে সেভাবে শাস্তির আওতায় আনা হতো তাহলে আমাদের দেশে পুরুষ শাসিত সমাজ নারীদের ধর্ষণ করতে সাহস পেত না। এভাবে দিনের পর দিন ধর্ষণ, নারী নির্যাতন বৃদ্ধি পেতে থাকলে আমাদের নারী সমাজ পিছিয়ে যাবে, এগ্রিয়ে যেতে পারবে না।

এ ছাড়া মানববন্ধনে ধর্ষণসহ সব ধরনের নারী নির্যাতন প্রতিরোধে রাষ্ট্র কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, প্রতিটি নির্যাতনের যথোপযুক্ত তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নির্যাতন কারীদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান বক্তারা।

Read Entire Article