নারী-পুরুষের জন্য আলাদ ফার্মেসি চালু চেচনিয়ায়

1 month ago 16
রাশিয়ার মুসলিম-প্রধান প্রজাতন্ত্র চেচনিয়ায় নারী-পুরুষের জন্য পৃথক সেবা প্রদানকারী প্রথম ফার্মেসি চালু হয়েছে।  রোববার (১৫ ডিসেম্বর) রাশিয়ার সংবাদ সংস্থা আরটি (রাশিয়ান টুডে) এক প্রতিবেদন থেকে জানা যায়।  প্রতিবেদনে বলা হয়, চেচনিয়ার নেতা রমজান কাদিরভ শনিবার (১৪ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন। দেশটির রাজধানী গ্রোজনিতে চালু হওয়া এ ফার্মেসিটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে সেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। চেচনিয়ার স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ফার্মেসি উদ্বোধন ও পরিদর্শনের সময় রমজান কাদিরভ বলেন, ‘আমি যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। এই ফার্মেসিটি সকল আইনি শর্ত পূরণ করেছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে সজ্জিত এবং জনগণকে উচ্চমানের ওষুধ সরবরাহ করার সক্ষমতা রাখে।’ উদ্বোধনী বক্তব্যে কাদিরভ জানান, গ্রোজনিতে দারবা নেটওয়ার্কের আওতায় আরও ১৫টি ফার্মেসি শিগগিরই চালু করার পরিকল্পনা রয়েছে। এসব ফার্মেসি নারী ও পুরুষের জন্য পৃথক সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করবে। বক্তব্যে রমজান কাদিরভ অনুপযুক্ত আচরণ প্রচারকারী এবং বিজ্ঞাপনে শরীরের অংশ প্রদর্শনকারী বিউটি স্যালুনগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি এসব প্রতিষ্ঠানের কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলো বন্ধের আহ্বান জানান। প্রসঙ্গত চেচনিয়ায় দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় নীতিমালা মেনে জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। নারী-পুরুষের জন্য পৃথক ফার্মেসি চালুর এ পদক্ষেপ ওই নীতিরই সম্প্রসারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন এই উদ্যোগ চেচনিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Read Entire Article