নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল দাবিতে কুষ্টিয়ায় হেফাজতের বিক্ষোভ

3 months ago 6

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৩ মে) বাদ আসর বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে।

সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি শামসুল হক, আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন যেসব প্রস্তাব করেছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এ ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক ও কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে আমরা এই কমিশন বাতিল চাই।

সমাবেশে ৫ মে শাপলা চত্বরে ও জুলাই গণহত্যাসহ সব গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।

আল-মামুন সাগর/এসআর/এএসএম

Read Entire Article