ডাকসুর ভোটগ্রহণ চলছে। নারী ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা যে অংশে ভোট দিচ্ছেন, সেখানে ঢোকেন আবিদুল ইসলাম খান।
এ সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড করেনি। সে কারণে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এমএইচএ/এসএনআর/জেআইএম