নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল চায় ইমাম-খতিব উলামা পরিষদ

3 months ago 95

নারী সংস্কার কমিশনের প্রতিবেদন পুরোটাই বাতিল করতে হবে বলে দাবি জানিয়েছেন রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম-খতিব উলামা পরিষদের সভাপতি মুফতী হাফিজুদ্দীন।

শুক্রবার (২৩ মে) জুমার নামাজ শেষে রামপুরা ব্রিজ থেকে মালিবাগ মোড় পর্যন্ত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নারী সংস্কার কমিশন কর্তৃক পেশকৃত প্রস্তাবনাগুলো সবই সুস্পষ্ট কুরআন-সুন্নাহ, আদর্শ সমাজ ও সুস্থ সংস্কৃতিবিরোধী। বিভিন্ন ধর্মের নিজস্ব পারিবারিক আইন রয়েছে। হাজার বছর ধরে চর্চিত সে আইনকে বাতিল করে অভিন্ন পারিবারিক আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া বাতুলতা ছাড়া আর কিছু নয়। প্রকারান্তরে নারী কমিশন একক স্যেকুলার পারিবারিক আইন প্রবর্তনের প্রস্তাব দিয়েছে। এটি ব্যক্তি ও পারিবারিক জীবনে ধর্মীয় অনুশাসনের হস্তক্ষেপ এবং সংবিধানের ধর্মীয় স্বাধীনতার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা বলেন, নারীকে তালাকের সমানাধিকার দেওয়ার যে প্রস্তাব নারী সংস্কার কমিশন দিয়েছে, তার মাধ্যমে মূলত ইসলাম নির্ধারিত স্বামী-স্ত্রীর তালাক ব্যবস্থাকে বদলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতির মাধ্যমে ট্রান্সজেন্ডার, সমকামিতা ও অশ্লীলতাকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক বৈধতা দেওয়ার পাঁয়তারা করছে। এসব নোংরামি এবং জাতীয় সংস্কৃতি পরিপন্থি প্রস্তাব কোনো মুসলমান তো ভালো, সভ্য কোনো মানুষ মেনে নিতে পারে না। তথাকথিত নারী কমিশনের প্রস্তাব কোটি কোটি নারীকে অপমানিত করেছে। মা-বোনদের চরমভাবে ট্রমায় ফেলে দিয়েছে। তাদের হৃদয়ে কুঠারাঘাত করেছে।

এতে আরও বক্তব্য রাখেন, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, মুফতি আমিনুল ইসলাম, মুফতি মোহাম্মদ আলী, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাহফুজুর রহমান, মুফতী আনিসুর রহমান, মুফতি তাসফীন মাহমুদ, মুফতী সাইফুল্লাহ, মুফতি জামিল, হাফেজ মাওলানা মুফতী আরমান প্রমুখ।

এএএম/এএমএ/এএসএম

Read Entire Article