নারীর নিকাব টানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে এক মুসলিম নারীর নিকাব টেনে নামানোর অভিযোগে আইনি পদক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। উত্তর প্রদেশের লখনৌয়ের কাইজারবাগ থানায় এ অভিযোগ জমা দেন সমাজবাদী পার্টির জাতীয় মুখপাত্র সুমাইয়া রানা। অভিযোগপত্রে সুমাইয়া রানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে নীতীশ কুমার এক মুসলিম নারীর নিকাব নিয়ে প্রশ্ন তোলেন এবং একপর্যায়ে তা নিজেই টেনে নামান। তার দাবি, ঘটনাটি মুসলিম সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং নারীর মর্যাদা ও শালীনতায় আঘাত করেছে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের।  অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার পর উত্তর প্রদেশের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিশাদ বিষয়টি নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন, যা পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে। এসব কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। লখনৌ পুলিশের পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার বিশ্বজিৎ শ্রীবাস্তব জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো এফআইআর নথিভুক্ত হয়নি।

নারীর নিকাব টানায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে এক মুসলিম নারীর নিকাব টেনে নামানোর অভিযোগে আইনি পদক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। উত্তর প্রদেশের লখনৌয়ের কাইজারবাগ থানায় এ অভিযোগ জমা দেন সমাজবাদী পার্টির জাতীয় মুখপাত্র সুমাইয়া রানা।

অভিযোগপত্রে সুমাইয়া রানা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে নীতীশ কুমার এক মুসলিম নারীর নিকাব নিয়ে প্রশ্ন তোলেন এবং একপর্যায়ে তা নিজেই টেনে নামান। তার দাবি, ঘটনাটি মুসলিম সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং নারীর মর্যাদা ও শালীনতায় আঘাত করেছে। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের। 

অভিযোগে আরও বলা হয়, এই ঘটনার পর উত্তর প্রদেশের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিশাদ বিষয়টি নিয়ে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন, যা পরিস্থিতিকে আরও উসকে দিতে পারে। এসব কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এবং সামাজিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লখনৌ পুলিশের পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার বিশ্বজিৎ শ্রীবাস্তব জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কোনো এফআইআর নথিভুক্ত হয়নি।

সংবাদমাধ্যমকে সুমাইয়া রানা বলেন, পুলিশ যদি কয়েক দিনের মধ্যে ব্যবস্থা না নেয়, তাহলে তিনি পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ১৫ ডিসেম্বর পাটনায় আয়ুষ চিকিৎসকদের নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে নীতীশ কুমার এক নারী চিকিৎসকের মাথার ওড়না বা নিকাবের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করেন এবং পরে তা নিজেই টেনে নামান।

এদিকে, বিতর্কের মধ্যে উত্তর প্রদেশের মন্ত্রী সঞ্জয় নিশাদ এক টেলিভিশন সাক্ষাৎকারে নীতীশ কুমারের পক্ষে সাফাই গেয়ে মন্তব্য করেন, যা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow