নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মানিক মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। এরআগে মঙ্গলবার রাতে উপজেলার রুপরায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারীর পুত্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাতের খাবার শেষ করে মানিক মিয়া তার বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষে ঘুমাতে যান। ওই সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে ছিলেন। রাত আনুমানিক এগারোটার দিকে তার স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন স্বামী মানিক মিয়া ঘরের ধর্ণার (আড়ার) সঙ্গে রশি লাগিয়ে ঝুলে আছেন। এ ঘটনাটি দেখে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাক দেন। পরে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়ে মানিক মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান। এদিকে, বুধবার সকালে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ জানায়, এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই সাথে ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শেরপুরের নালিতাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে মানিক মিয়া (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান।

এরআগে মঙ্গলবার রাতে উপজেলার রুপরায়নকুড়া ইউনিয়নের কদমতলী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ওই এলাকার শাহজাহান ভান্ডারীর পুত্র।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে রাতের খাবার শেষ করে মানিক মিয়া তার বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষে ঘুমাতে যান। ওই সময় তার স্ত্রী শুকতারা বেগম একই কক্ষে ছিলেন। রাত আনুমানিক এগারোটার দিকে তার স্ত্রী ঘুম থেকে জেগে উঠে দেখেন স্বামী মানিক মিয়া ঘরের ধর্ণার (আড়ার) সঙ্গে রশি লাগিয়ে ঝুলে আছেন। এ ঘটনাটি দেখে তিনি শাশুড়ি মরিয়ম বেগমকে ডাক দেন। পরে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন জড়ো হয়ে মানিক মিয়াকে মৃত অবস্থায় দেখতে পান।

এদিকে, বুধবার সকালে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ জানায়, এই ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। একই সাথে ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow