মানিকগঞ্জের শিবালয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান খান মাসুমকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আক্তারুজ্জামান খান মাসুম উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য।
শিবালয় থানার ওসি এআরএম আল মামুন জানান, গত ৫ আগস্ট পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাসুমকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।