নায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি

3 months ago 47

চলচ্চিত্রের চেয়ে ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এবার ভয়াবহ এক অভিজ্ঞতা শেয়ার করে আবারও খবরের কেন্দ্রে এসেছেন এই নায়িকা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মিষ্টি জান্নাত দাবি করেন, অজ্ঞাত কয়েকটি নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। একইসঙ্গে চাঁদাও চাওয়া হচ্ছে।

তিনি লেখেন, ‘গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে মেসেজ ও ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। একটি নম্বর ব্লক করলে অন্য নম্বর থেকে আবার হুমকি আসছে।’

এই ঘটনার পর তার অনুরাগীরা ফেসবুকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকেই এ ধরনের ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও উল্লেখযোগ্য সফলতা পাননি। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন চিকিৎসক হিসেবেও পরিচিত।

এমআই/এলআইএ/জিকেএস

Read Entire Article