নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ৩

2 months ago 30

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৮ নভেম্বর) এ ঘটনা ঘটে। 

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগে রামন রিভেরা নামের ৫১ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে তাকে জেলহাজতে পাঠিয়েছে নিউইয়র্ক পুলিশ। 

হামলাকারীর প্রথম শিকার হয়েছেন ৩৬ বছর বয়সী অ্যাঞ্জেল লতা ল্যান্ডি। সোমবার সকালে তিনি ওয়েস্ট স্ট্রীটে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। এ সময় হামলাকারী বিনা উসকানিতে হঠাৎ তার পেটে ছুরিকাঘাত করে।

এর প্রায় দুই ঘণ্টা পর পূর্ব স্ট্রিটে একজন ৬৮ বছর বয়সী ব্যক্তিকে একাধিকবার ছুরিকাঘাত করেন অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীর পরিবারের অনুমতির জন্য অপেক্ষা করা হচ্ছে।

হামলাকারীর তৃতীয় শিকার ছিলেন ৩৬ বছর বয়সী এক নারী। ফার্স্ট অ্যাভিনিউয়ের দিক থেকে তাকে উদ্ধার করা হয়। এ নারীর বুকে এবং বাহুতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত আছে। পুলিশ তাকে উদ্ধার করে ওয়েল কর্নেল মেডিকেল সেন্টারে নিয়ে যায়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ বলছে, হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার পেছনে অন্য কোনো শক্তি জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ছাড়া নিহতদের পরিবারকে সর্বাত্মক আইনি সহায়তার কথা জানায় পুলিশ।

Read Entire Article