নিজ বাড়িতে মিলল ইসরায়েলি ২ নারীর গুলিবিদ্ধ মরদেহ

2 months ago 5
ইসরায়েলে নিজ বাড়ি থেকে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, দক্ষিণাঞ্চলীয় তেলশেভায় পারিবারিক বাড়িতে দুই নারীর গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। ওই দুজনের বয়স ২০ বছর। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনার তদন্ত চলছে।  ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা করছে ইরান। এ নিয়ে দেশটির বাসিন্দারা শঙ্কিত। গভীর রাতেও নিজ ঘর ছেড়ে বাঙ্কারে আশ্রয় নিতে হচ্ছে তাদের। এমন গোলযোগপূর্ণ সময়ে দুই নারীর গুলিবিদ্ধ মরদেহ দেশটিতে আতঙ্ক ছড়িয়েছে।  এদিকে ইরানের হামলার পর ইসরায়েলের হাইফার বাজান তেল শোধনাগার অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছেন সেখানকার মেয়র ইয়োনা ইয়াহাভ। বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের হামলার পর এ আহ্বান জানান তিনি। রয়্যাল নিউজ সূত্রে এ তথ্য জানা গেছে। মেয়র ইয়োনা ইয়াহাভ দাবি করেন, ইরানের হামলায় তেল শোধনাগারে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।নির্ভরযোগ্য জ্বালানি সম্পদ হিসেবে এর কার্যকারিতা সীমিত হয়ে পড়েছে। অন্যদিকে ইসরায়েলের চ্যানেল-১৪ অফিস খালি করে দিতে বলেছে ইরান। সব মিলিয়ে ব্যাপক আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের।
Read Entire Article