নিজের কাছে অস্ত্র রাখার কারণ জানালেন সুব্রত বাইন

2 months ago 30

আদালতে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বলেছেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। আমার কাছে অস্ত্র থাকে না, এমন মিথ্যা বলব না। 

বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৪৬ মিনিটে তাকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। এরপর কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারক না থাকায় সাংবাদিকদের উদ্দেশ্যে সুব্রত বাইন একথা বলেন। 

তিনি বলেন, আমি বাঁচার জন্য অস্ত্র রাখি। অস্ত্র রাখি না, এমন মিথ্যা বলব না। ’৮৬ সাল থেকে আমার পেছনে শত্রু। আমার নাম করে অনেকে চাঁদাবাজি করে। কিন্তু আমি নিজেই জানি না। আপনারা খুঁজে বের করুন, আধুনিক যুগের চাঁদাবাজ কারা।

সুব্রত বাইন আরও বলেন, ‘আপনারা সাংবাদিকরা ছবি নেন। ভিডিও নেন। কিন্তু যে যা তাই লিইখেন না। যেটা সত্য সেটা লিখেন। হলুদ সাংবাদিক হইয়েন না। ১৯৯০ সাল থেকে লিখে আসছেন। আমরাও তো পরিবার আছে। আমি কখনো প্রতিবাদ করি নাই। আমি নিজেকে জানি। নিজেকে চিনি। ৬১ বছর হয়ে গেছে’।

এর আগে গত মঙ্গলবার আনুমানিক ভোর ৫টায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলি ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাদের তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে।

পরে আজ বুধবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

Read Entire Article