নির্বাচন বানচাল করার পাঁয়তারা চলছে : জামাল হায়দার

1 day ago 10

দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর চক্রান্ত-ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, পরাজিত ফ্যাসিস্টদের পুনর্বাসন এবং জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্যই মূলত দেশকে অস্থির করার পাঁয়তারা করা হচ্ছে। এ ব্যাপারে সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে। 

সোমবার (২৩ মার্চ) রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে জাতীয় পার্টির (কাজী জাফর) সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, জুলাই-আগস্টে যেভাবে ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশছাড়া করেছে, ঠিক তেমনি আবারও ঐক্যবদ্ধভাবে তাদের (আওয়ামী লীগ) পুনর্বাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ছাত্র সমাজ এখনো সজাগ আছে। এই জাগ্রত ছাত্র সমাজ আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। একইসঙ্গে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলকে যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান দেশের এই প্রবীণ রাজনীতিবিদ। 

জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির কেন্দ্রীয় নেতা ইশরাক হোসেন, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য কাজী মোহাম্মদ নাহিদ প্রমুখ।  ইফতারে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। 

Read Entire Article