ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, সংস্কার ও নির্বাচনহীন পরিস্থিতি দেশে অস্থিরতা তৈরির সুযোগ করে দিচ্ছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সমৃদ্ধ দেশ গঠন করতে চেয়েছিলাম, তার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে টেকসই সরকার দরকার। অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে আন্তরিক হবেন বলে আশাবাদী।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ভক্তি ও শক্তির সমন্বয় হতে হবে। সমাজের ভালো মানুষকে ভক্তি করা হয়, কিন্তু শক্তি থাকে টাউট, বাটপারদের কাছে। যার ফলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না। সুতরাং দেশের কল্যাণকামী জনতাকে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। দেশে এখনো শিশু ধর্ষণ, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনাই যদি ঘটে, তাহলে এ অভ্যুত্থান অর্থবহ হয়েছে বলে বলা যায় না।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বাছির উদ্দিন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মানসুর, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম, শিক্ষক ফোরাম নেতা প্রভাষক শফিকুল ইসলাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও নগর নেতারা।
এএএম/এমএএইচ/এএসএম