জাতীয় নির্বাচনের আগেই জুলাই বিপ্লব হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির আলহাজ শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের এক বৈঠকে এ দাবি জানান তিনি।
- আরও পড়ুন
- ১২ মাসের নাম না পারলেও এপ্রিলের ১৭ তারিখ ঠিকই মনে ছিল সাক্ষীর
- ‘বউ যেন সব স্বর্ণ নিয়ে যায়, বাকি যা আছে মায়ের’
বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক।
আরও বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, মাওলানা মমতাজুর রহমান, হামেদ হাসান ইলাহী, প্রফেসর ড. মাহবুবুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর আমির হোসাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসেন, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম প্রমুখ।
এমডিআইএইচ/কেএসআর/এএসএম