নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করুন: সালাহউদ্দিন

2 hours ago 5

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জনকল্যাণমুখী সংস্কারের সঙ্গে বিএনপিও একমত। সংস্কার, আলাপ-আলোচনা, প্রস্তাব গ্রহণ করা- এগুলো চলতে থাকবে। কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মালিবাগের একটি হোটেলে গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সব মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছেন। তারাও আকাঙক্ষা ধারণ করেন। দেশের মানুষের অধিকার ও স্বাধিকার আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্ররা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক।

ইফতার মাহফিলে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারের পতনের পর এই অন্তর্বর্তী সরকার এসেছে। তারাও এখন সন্তোষজনক নয়। তাই বলছি, যতটুকু সম্ভব সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিন।

মাহফিলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কোরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও অংশ নেন- বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল, জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণফোরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, এনডিএমের ববি হাজ্জাজ, লেবার পার্টির লায়ন মো. ফারুক রহমান, এনডিপির ক্বারী আবু তাহের, আব্দুল্লাহ আল হারুন সোহেল, জাগপার একাংশের খন্দকার লুৎফর রহমান, অপরাংশের রাশেদ প্রধান, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এসএম শাহাদাত, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান প্রমুখ।

এএএম/ইএ

Read Entire Article