নিশাঙ্কার রাজকীয় ইনিংসে লঙ্কার পাল্টা জবাব, চাপে বাংলাদেশ

2 months ago 6
গলে চলমান প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৪৯৫ রানের জবাবে দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩৬৮ রান ৪ উইকেটে। টাইগারদের লিড এখন মাত্র ১২৭ রানের। ব্যাটিংয়ের জন্য অনুকূল উইকেটে ব্যতিক্রমধর্মী ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে শক্ত ভিত গড়ে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। দুর্দান্ত ১৮৭ রানের ইনিংসে মুগ্ধ করেছেন এই ডানহাতি ব্যাটার। দ্বিতীয় সেশন শুরু করেছিলেন তিনি ৪৬ রানে, দুপুর গড়াতে গড়াতে পৌঁছে যান শতকে। এরপর গড়েন ক্যারিয়ার সেরা ১৮৭ রানের দারুণ ইনিংস—যেখানে ছিল ২৩টি চারের পাশাপাশি একটি ছয়ও। যদিও মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরিকে ডাবলে রূপ দিতে পারেননি নিশাঙ্কা। শেষ পর্যন্ত হাসান মাহমুদের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। তবে তার ইনিংসেই ভর করে শক্ত ভিত্তি পায় লঙ্কানরা। উদারার ২৯ রানের ঝলকানি দিয়ে শুরু, এরপর চান্দিমালের ৫৪ ও ম্যাথিউসের ৩৯ রানের ইনিংসেও বড় অবদান রেখেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটাররা। দিনের শেষ ভাগে অপরাজিত ছিলেন কামিন্দু মেন্ডিস (৩৭*) ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা (১৭*)। দুজনই সাবধানী ব্যাটিংয়ে দিন শেষ করেছেন। বাংলাদেশের পেসাররা বিশেষ করে হাসান মাহমুদ ও নাহিদ রানা উইকেট থেকে কোনো সাহায্য পাননি। হাসান মাহমুদের শেষ দিকের লেট মুভমেন্ট বেশ ভুগিয়েছে ব্যাটারদের। রানার গতি (১৪৫+ কিমি প্রতি ঘণ্টা) কখনও কখনও ব্যাটারদের বিপাকে ফেললেও উইকেটের দেখা পাননি। স্পিনারদের মধ্যে তাইজুল ছিলেন হতাশাজনক। নাঈম ও মমিনুল পেয়েছেন একটি করে উইকেট। চতুর্থ দিন সকালে হাতে থাকবে নতুন বল, পেসাররাও বিশ্রাম নিয়ে প্রস্তুত। উইকেটে আরও স্পিন সহায়তা আসতে পারে পরের দিনে। ফলে বাংলাদেশ যদি দ্রুত উইকেট তুলে নিতে পারে, ম্যাচের চিত্র আবারও বদলাতে পারে। চতুর্থ দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে, বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে। টেস্ট ম্যাচ জমে উঠেছে, গলে অপেক্ষা আরও রোমাঞ্চের!
Read Entire Article