বগুড়ার শেরপুরে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের ওমরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শরিফুল ইসলাম উপজেলার সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি ওই এলাকার বাসিন্দা মো. খোদাবক্সের ছেলে।
বগুড়া শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত বছরের ২ নভেম্বর দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় তদন্তের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।