নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সভাপতি মাজহারুল কবির শয়ন বাংলাদেশ থেকে পালিয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। পূর্ব লন্ডনের বেকটনে থাকছেন তিনি। তার সঙ্গে ঢাবির বিভিন্ন হলের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন। আওয়ামী ও ছাত্রলীগের বিশ্বস্ত সূত্রে এ খবর পাওয়া গেছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়তে না পারলেও পরে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। তার সঙ্গে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকজন সভাপতি ও নেতাকর্মী।
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন তুঙ্গে। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশ নিলেও শয়ন দাবি করেছিলেন আন্দোলনে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মীরা বেশি আর সাধারণ শিক্ষার্থী ২০ শতাংশ।
রাজু ভাস্কর্যে যারা আন্দোলন করছিলেন তারা না কি বিনা উসকানিতে ছাত্রলীগের ওপর হামলা করেছিলন। সে সময় বিভিন্ন গণমাধ্যমে মাজহারুল কবির শয়ন বলেছিলেন ‘ছাত্রলীগ ফুঁ দিলে ৫ মিনিটও দাঁড়াতে পারবে না আন্দোলনকারীরা।’ মাজহারুল কবির শয়নের এমন কথায় আরও ফুঁসে উঠে ছাত্র-জনতা। বিভিন্ন হল এবং সারাদেশে আন্দোলন দানা বেধে উঠে। পরিণতিতে দুই সপ্তাহ পর সরকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়।
সূত্র জানিয়েছে, পূর্ব লন্ডনের বেকটন ডিস্ট্রিক্ট পার্কে প্রায়ই মাজহারুল কবির শয়নসহ আরও অনেকে আড্ডা দেন। দলের অন্যান্য নেতাকর্মীরা লন্ডনের বিভিন্ন স্থান থেকে তার সঙ্গে দেখা করতে আসেন। পার্কে আড্ডা দেওয়ার পর প্রায়ই পাশের বিভিন্ন রেস্টুরেন্টে খেতে দেখা গেছে।
এমআরএম/জেআইএম

4 months ago
68









English (US) ·