নিষ্প্রভ মেসি, ৬ গোলের থ্রিলারে জিততে পারলো না মিয়ামি

3 months ago 19

পুরো ৯০ মিনিট খেললেন লিওনেল মেসি। কিন্তু তার মানের ফুটবল উপহার দিতে পারলেন না। আর্জেন্টাইন খুদেরাজের নেওয়া পাঁচ শটের তিনটিই লক্ষ্যভ্রষ্ট, সাতবার ড্রিবল করতে গিয়ে চারবারই বল হারিয়ে ফেললেন।

নিজে গোল করতে পারলেন না। সতীর্থদেরও বানিয়ে দিতে পারলেন না বল। মেসির নিষ্প্রভ দিনে জয় পেলো না ইন্টার মিয়ামি। মেজর সকার লিগে (এমএলএস) আজ ৬ গোলের থ্রিলারে সান হোসের সঙ্গে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়লো তারা।

সান হোসের মাঠ পেপ্যাল পার্কে অবশ্য মেক্সিমিলিয়ানো ফ্যাককনের গোলে প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল মিয়ামি। তবে সেই লিড তারা ধরে রাখতে পারে মাত্র দুই মিনিট। তৃতীয় মিনিটে সমতা ফেরান সান হোসের ক্রিশ্চিয়ানো আরাঙ্গো।

৩৭ মিনিটে বো লেরাক্সের গোলে ২-১ করে সান হোসে। ৪৪ মিনিটে ফের মিয়ামিকে সমতায় ফেরান তাদেলো আলেন্দে। প্রথমার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও এগিয়ে যায় সান হোসে। এবার গোল করেন ইয়ান হার্কেস।

দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর (৫২ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতা ফেরান মিয়ামির আলেন্দে। এরপর দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ করেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। শেষ দিকে ছয় গজ বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে পারেননি মেসি। ৩-৩ সমতায়ই শেষ হয় ম্যাচ।

এমএমআর/এএসএম

Read Entire Article