নিহত ৫ ফিলিস্তিনি সাংবাদিককে ‘জঙ্গি’ দাবি ইসরায়েলের

13 hours ago 4

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে ইসরায়েলি বিমান হামলায় ৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এই সাংবাদিকরা আল কুদস টুডে চ্যানেলের কর্মী ছিলেন। 

ইসরায়েলি সেনারা নিহতদের ‘জঙ্গি সদস্য’ হিসেবে চিহ্নিত করেছে, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নিহত সাংবাদিকরা একটি ব্রডকাস্ট ভ্যানে ছিলেন, যেটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। হামলার সময় গাড়ির গায়ে স্পষ্টভাবে ‘প্রেস’ (গণমাধ্যম) লেখা ছিল। ইসরায়েলি সেনারা এই হামলাটি নিশ্চিত করে দাবি করেছে, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠনের একটি ‘জঙ্গি সেল’-কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে, এর পক্ষে তারা কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করতে পারেনি।

নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের মধ্যে ছিলেন ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলি, মোহাম্মদ আল লাদাহ, ফয়সাল আবু আল কুমসান ও আয়মান আল জাদি। নিহত আয়মান আল জাদির স্ত্রী আল আওদা হাসপাতালের সামনে তার প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছিলেন, যখন এই হামলা হয়।

হামলার সময় অপর সাংবাদিকরা ভ্যানের ভেতরে ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি বিমানবাহিনী ভোরের দিকে তাদের উপর আক্রমণ চালায়। হামলার একটি ভিডিওতে দেখা গেছে, তাদের গাড়িতে আগুন ধরে গেছে এবং গাড়ির পাশে ‘প্রেস’ লেখা ছিল সাদা রঙে।

এই হামলায় বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে, বিশেষ করে সংবাদকর্মীদের বিরুদ্ধে এমন সহিংসতার প্রসঙ্গে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তদন্ত দাবি করেছে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

Read Entire Article