নিকট অতীতে বাংলাদেশে অবস্থানের সময় এক বিদেশি কূটনীতিক বাংলাদেশের অগ্রগতির গল্প শুনিয়া বলিয়াছিলেন, 'যেই দেশে মানুষ মানুষকে টানে (রিকশা চালকরা প্যাডেল চালাইয়া যাত্রী বহন করে), সেই দেশের উন্নয়ন কখনই প্রকৃত উন্নয়ন হইতে পারে না।' হয়তো এখন আর অসংখ্য রিকশাচালককে পায়ে প্যাডেল দিয়া মানুষ টানিতে হয় না; ব্যাটারিচালিত রিকশা চালাইয়া কায়িক শ্রম কিছুটা লাঘব করিতে পারেন, তবে এখনো অসংখ্য পায়ে চালানো রিকশা... বিস্তারিত