আইনজীবীদের জন্য ডিজিটাল হাজিরা মেশিনের ব্যবস্থা করতে আবেদন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (বার অ্যাসোসিয়েশন) বরাবর এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রকাশিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগ লাভের আবেদন পত্রের ফরমের দফা ১৫ এর (খ) অনুযায়ী কোনো সময়ে সুপ্রিম কোর্টে প্র্যাকটিসে বিরতি থাকলে ওই সময়কাল ও বিবরণ উল্লেখ করতে হবে।
কিন্তু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আইনজীবীদের নিয়মিত ও অনিয়মিত প্র্যাকটিসিং আইনজীবীদের মধ্যে সুনির্দিষ্ট করার কোনো সুযোগ নেই। ফলে যোগ্য আইনজীবী প্রার্থী নির্ধারণ করা কঠিনতর হবে। এছাড়া অনেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েও জেলা আইনজীবী সমিতিতে নিয়মিত প্র্যাকটিস করে আসছেন।
এজন্য সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ এর আবেদন ফরমের দফা ১৫ (খ) অনুযায়ী নিয়মিত প্র্যাকটিসিং আইনজীবী নির্ধারণের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিতে আবেদনে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এফএইচ/ইএ/এএসএম