নীলফামারীতে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

2 months ago 54

উত্তরের জেলা নীলফামারীতে তীব্র গরম ও দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শনিবার (১৪ জুন) বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের কর্মকর্তা লোকমান হাকিম জাগো নিউজকে বলেন, বাতাস না থাকায় জনপদজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এদিকে সকাল থেকেই রোদের প্রখরতা বাড়তে শুরু করে যা দুপুরের দিকে অসহনীয় মাত্রায় পৌঁছায়। ফলে জরুরি প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে না। যারা বাধ্য হয়ে বের হয়েছেন, তাদের অনেকেই মাথায় কাপড় কিংবা ছাতা ব্যবহার করে রোদের তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালক ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

এদিকে তীব্র গরম থেকে ক্ষণিকের জন্য রক্ষা পেতে শহরের বিভিন্ন ফুটপাতে শরবতের দোকানগুলোতে ভিড় বেড়েছে। বিশেষ করে আখ, লেবু, বেল ও তোকমা শরবতের বিক্রি কয়েকগুণ বেড়েছে।

এএইচ/জেআইএম

Read Entire Article