নীলফামারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সায়েম গ্রেপ্তার

2 weeks ago 14

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় জেলার সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার নিজেকে সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাতিজা পরিচয় দিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে আসছিলেন। মাদক সম্রাট হিসেবে পুরো উপজেলায় তার ব্যাপক পরিচিতি রয়েছে। রাতের আঁধারে ভারত সীমান্ত থেকে ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন  নেশাজাতীয় মাদকদ্রব্য চোরাচালানের গডফাদার ছিলেন তিনি। 

এমপির ভাতিজা ফেরদৌস পারভেজের নেতৃত্বে গড়ে ওঠা আগুন খাওয়া টিমের অন্যতম সদস্যও ছিলেন এ সায়েম। তার নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা নিরীহ জনগণের ভূমি জবরদখল, সালিশ বিচারের নামে অর্থ আদায়, উপজেলার সব টেন্ডার নিয়ন্ত্রণ ও ভাগবাটোয়ারা  করত। এ ছাড়া তার বাহিনীর মাধ্যমে স্কুলের শিক্ষার্থীদের হেনস্তা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। 

কোটা সংস্কার আন্দোলনের সময় আবু সায়েমের নেতৃত্বে গোটা উপজেলায় নিরীহ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা করা হয়েছিল। গত ৫ আগস্টের পর জনরোষের কারণে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। উপজেলার কুটিরডাঙ্গার চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি এ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা আবু সায়েম।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক আবু সায়েমের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Read Entire Article