নূপুর
এ না আর কুয়াশাচ্ছন্ন অঘ্রাণের সকাল। মেঠোপথে রোজ কুয়াশায় পা ভিজিয়ে যায়, নূপুর আসে যদি কুয়াশার ডানায়! হেঁটে চলি সহস্র বছর, মেঠোপথে— পথপ্রান্তরে। অলীক ছোঁয়ার প্রতীক্ষায়... এসেছে আবার অঘ্রাণ বিকেলের অতল গহ্বরে, বাতাসে বাতাসে!
What's Your Reaction?